Sunday, 1 January 2017

আল্লাহ্‌ সুবহানা তা’আলা সম্পর্কে…

সর্বপ্রথমে আমাদের জানা দরকার আল্লাহ্‌ সম্পর্কে কে আল্লাহ্‌? আমরা সংক্ষেপে জানব ইনশা’আল্লাহ । আল্লাহ্‌ কে? এই প্রশ্নের জবাবে আমরা বলতে পারি; এই দুনিয়ার সৃষ্টি কর্তা-ই হলেন আল্লাহ্‌ সুবহানা তা’আলা। সাগরে ছোট থেকে বড় মাছ পর্যন্ত প্রত্যেকের রিজিক এর ব্যাবস্থা যে করে সেই-ই হলে আল্লাহ্‌ সুবহানা তা’আলা। সবচেয়ে ছোট কিট-পতঙ্গও আহার করে থাকেন, যে ঐ কিট-পতঙ্গের রিজিক এর ব্যাবস্থা করেন তিনি-ই হলেন আল্লাহ্‌ সুবহানা তা’আলা। আমরা বলতে পারি আমি আমার খাবার যোগার এর জন্য নিজেই কাজ করি, আমার বাবা, মা ভাই বোন , আমার ছেলে-মেয়ে সকলেই আমার আয়ের উৎস থেকেই আহার করে থাকি। জবাবে আমরা বলব, মায়েরগর্ভে থাকা অবস্থা একটি শিশুকে কে আহার দেন? মায়ের গর্ভে ৯/১০ মাস একটি শিশু কি খেয়ে থাকেন? কে তাঁর খাবার বা রিজিক এর ব্যাবস্থা করেন? যে এই গর্ভের শিশুর রিজিক এর ব্যবস্থা করেন তিনি-ই হলেন আমার মালিক আল্লাহ্‌ সুবহানা তা’আলা। একটি পাখি সকাল বেলা তাঁর বাসা থেকে বের হয় খালি পেটে সে জানেনা কোথায় যাবে, সন্ধ্যায় সেই পাখিটি তাঁর বাসায় ঠিকি ফিরে আসে সে যত দুরেই যাক, আর সে খালি পেটে নয় তাঁর পেট ভরেই ফিরেন, ঐ পাখির খাবারের ব্যবস্থা জিনি করেন তিনি-ই মহান আল্লাহ্‌ সুবহানা তা’আলা। আমরা পূর্বের সকল নবী রসূল (সাঃ)-দের ঘটনা থেকে আমরা জানতে পারি বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ্‌ সুবহানা তা’আলা, এবং ওহীর মাধ্যমে অজানা তথ্যকে জানিয়ে দেয়া থেকে শুরু করে, জুলুম কারীর ধংশ করেছেন। সেই আল্লাহ্‌ সুবহানা তা’আলা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে আমাদেরকে অবশ্যই কুরআনুল কারীম অর্থ বুঝে পাঠ করতে হবে। আল্লাহর তা’আলার প্রতি ঈমান আনা আবশ্যক।

No comments:

Post a Comment